top of page

Visa Details: Are You Reading it Correctly!?

Here on Guy With The Green Passport, I have discussed the process of getting various visas, the documents you need for a visa application and much more. However, in this article, I will be discussing how should one read his or her visa. Although it may seem simple, in reality, it isn't. Here I have discussed more or less about everything one needs to be clear about after obtaining a visa and before he travels. Hope you will find it useful.


ভিসা পাওয়া একটা বিষয়, কিন্তু অনেকেই ভিসা ব্যবহারের ক্ষেত্রে clear থাকেন না। মোটামুটি ভাবে সব ভিসাতেই বেশ clear cut ভাবে terms & conditions গুলো লেখা থাকে, তারপরও অনেকেই তা ঠিক মতো না পড়ার কারনে অনেক রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন।


তাই আজকে ভিসা details কিভাবে পড়বেন বা পড়ে কিভাবে interpret করবেন ওই ব্যাপারেই লেখছি।


By which date you need to enter?


প্রথম বিষয়, যেটা নিয়ে অনেকেই আমাকে বা বিভিন্ন ট্রাভেল গ্রুপে পোস্ট দিয়ে অনেকেই জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে কবে entry নিলে কয় দিন থাকতে পারবেন। আমার পার্সোনাল experience এ যে কয়টা ভিসা আমি পেয়েছি বা handle করেছি, তার মধ্যে বেশিরভাগই আপনাকে ভিসা expiry এর দিন বা তার আগের দিনও entry নেওয়ার পারমিশন দিয়ে থাকে।


যেমন USA ভিসার (ছবি দেওয়া আছে) ক্ষেত্রে আপনি ভিসার Expiration Date এত মধ্যে ঢুকলে আপনি entry নিতে পারবেন। আপনি কয় দিন থাকতে পারবেন সেটা আপনার ভিসা type এবং conditions/remarks এর উপর depend করবে। তবে বেশিরভাগ B1/B2 ভিসার ক্ষেত্রে সেটা হয় ১৮০ দিন।

U.S. Visa from Dhaka

U.S. Visa: 2015 to XYZ date in 2020. If I want I can enter even on XYZ 2020 and stay for 180 days. On the other hand even though the visa is valid for 5 years, i.e. XYZ 2015 to XYZ 2020, if I entered on XYZ of 2015 (first day of visa i.e. Issue Date), I am only allowed to remain in the USA for maximum 180 days. Also the Entries is given as "M" which means Multiple , so I can enter the USA multiple times within the validity of the visa.


Similarly বাংলাদেশিদের জন্য সবচেয়ে popular কয়েকটা ভিসার ক্ষেত্রেও condition তাই, মানে থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং মালয়শিয়ার ভিসা দিয়েও আপনি ভিসার শেষ দিন ঢুকেও ৩০/৬০ দিন থাকতে পারবেন।


Thailand or Thai Visa from Dhaka, Bangladesh

Thai Visa: With this visa, I entered Thailand on 25 Aug 2019, that's the last day of this visa validity, but upon arrival, I was issued 60 days stay/entry permit till 23 Oct 2019.


এইখানে থাই ভিসার ক্ষেত্রে "Valid Until" , মালয়শিয়ার ভিসার ক্ষেত্রে "within 3 months", সিঙ্গাপুর ভিসার ক্ষেত্রে "Visa valid till" এই সবগুলা phrases এই বুঝায় যে আপনি দিনের মধ্যে ঢুকলে, ভিসার rules এন্ড কন্ডিশন অনুযায়ী ৩০/৬০ দিন দেশে থাকতে পারবেন।


Perhaps বেশির ভাগ ভিসার ক্ষেত্রেই ব্যপারটা সেটাই। যেমন আমি আমার last থাই ভিসা দিয়ে ভিসার last day তে ঢুকে ৬০ দিন থাকার permission পেয়েছি। আর্জেন্টিনার ভিসা ক্ষেত্রে ২০ শে জুলাই ঢুকে ৩০ দিন থাকার permission পেয়েছি (যদিও আমার ভিসা "valid until" ২৫ শে জুলাই ছিল).


Also, few visas may be written more or less in a language other than English, as in case of Previously issued Russian Visa, so it is a must in such cases, you clarify any confusion before you leave.


আমার limited experiences এ যা বুঝলাম শুধু মাত্র India এবং Schengen ভিসা ছাড়া, বাকি সব ভিসার rule ভিসা validity বলতে উপরের বলা কথাই বুঝায়।


Schengen Visa: Here the visa is valid from 08 Aug 2019 to 08 Sep 2019, but the "Duration of Stay" is 17 days. That means I can stay for a maximum of 17 days. Also in the case of Schengen Visa, unlike the USA or other visas, I cannot enter on the last day and stay for 17 days. I definitely need to leave before the export date i.e. 08 Sep 2019 (written as "until"). Also "Number of Entries" is given as 1, which basically means Single Entry. The moment I enter and exit once, this visa expires irrespective of the fact how many days I stay. Schengen Visas now days are issued along with a paper explaining the terms and conditions as well as how to read the visa. (Couldn't find it, will add it once I find mine)


তবুও কারও confusion থাকলে, আপনার যেটা করা উচিৎ, সেটা হচ্ছে Embassy বা Consulate এর সাথে কথা বলে নেওয়া, সেটা ইমেইলে হোক বা ফোনে। আমার যখন আর্জেন্টিনার ভিসার এই validity নিয়ে confusion ছিল (মানে ২০শে জুলাই ঢুকে আমি কয়দিন থাকতে পারবো যেহেতু আমার ভিসা expiry date ছিল ২৫শে জুলাই), আমি consulate এ ফোন করে confirm করেছি যে আমি ভিসাটা ঠিক মতো পড়েছি কিনা।


With this visa, I entered on 20 July and was issued an entry permit for 30 days even though the visa validity finishes on 25 July (written as "Valid Until").

How many days can you stay from the date of entry?


দ্বিতীয় বিষয়, আপনি entry নেয়ার পর কয়দিন stay করতে পারবেন। এই ব্যাপারটা নিয়ে তেমন confusion থাকে না যদি আপনি প্রথম বিষয়ে clear থাকেন। Usually প্রত্যেকটি ভিসাতেই খুব clearly লেখা থাকে আপনি কয়দিন থাকতে পারবেন, যেমন ভারতের ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে maximum ৯০ দিন (within ভিসা validity), Schengen ভিসার ক্ষেত্রে যেটা sticker এ লিখা থাকে, মানে যদি ভিসাতে লেখা থাকে max stay for ১৭ দিন, আপনার ভিসা যে কয় দিনই valid থাকুক না কেন, আপনি total ১৭ দিনের বেশি থাকতে পারবেন না। থাই ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সেটা ৬০ দিন, থাই ট্রানজিট ভিসার ক্ষেত্রে ৩০ দিন, মালয়েশিয়ান ভিসার ক্ষেত্রে ৩০ দিন, সিঙ্গাপুরের ক্ষেত্রেও ৩০ দিন।


এইটা বেশ clearly লেখা থাকে, আর যদি কখনো লেখা না থাকে, ঐটা embassy বা consulate এর website বা ভিসা details এ গিয়েও check করে নিতে পারেন। তবে max stay যতই লেখা থাকুক না কেন, finally আপনার এন্ট্রি পারমিটের উপরেই নির্ভর করবে। প্রত্যেক দেশের immigration officer এরই সেই ব্যাপারে decision নেয়ার right আছে। তাই নিজের এন্ট্রি পেরমিটটা ঠিক মতো চেক করে নেয়াটাই better।


Basically, in a few words, your visa validity does not determine your period of stay in most cases. The same is true even the other way around, for example, just because most US B1/B2 visas are issued for 5 years, does not really mean you can stay in the US for 5 years. Your legal stay is restricted to the permitted date mentioned in the entry permit (stamp/I 94).


What sort of activities can you engage in?


তৃতীয় বিষয় হচ্ছে, আপনি কোন ভিসাতে কি কি করতে পারবেন। প্রত্যেকটা ভিসার ক্ষেত্রেই এইটা গুরুত্বপূর্ণ, ট্যুরিস্ট বা short stay ভিসা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ধরনের কাজ করা allowed না, আর ভিসার purview এর বাইরে কখনোই কিছু করাও উচিৎ না।


For Canada, most things are like that of the US, but here the type of visa is clearly mentioned, i.e. Visitor, I cannot officially be engaged in any other activities. On the other hand B1/B2 US Visa can be used for both Visiting as well as Business Negotiations (different from work).


Can you extend your visa / stay permit?


সর্বশেষ বিষয় হচ্ছে, আপনি আপনার stay permit বাড়াতে পারবেন কিনা বা extend করতে পারবেন কিনা। এইটাও অনেক ক্ষেত্রে ভিসাতে clearly লেখা থাকে, আবার অনেক ক্ষেত্রেই থাকে না। যেমন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসাতে ৯০ দিনের পরে extend করার নিয়ম নেই, আবার অনেক short stay ভিসার ক্ষেত্রেও চাইলে কেও extend করে নিতে পারেন। এই ব্যাপারগুলো usually embassy বা consulate ওয়েবসাইটে ঠিক মতো পড়লে খুব easily আপনে জেনে নিতে পারেন।


তারপরও যদি কারও কিছু জানার থাকে, তাহলে সেটা শেষ পর্যন্ত অপেক্ষা না করে, আগে থেকেই aware থাকা বেটার। যেমন থাই ট্যুরিস্ট ভিসাটা ক্ষেত্রে stay permit বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে, কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে সেটা মোটামুটি সহজ process হলেও, আমাদের এইসব দেশের নাগরিকদের জন্য maximum ৭ দিন extend করা যায়, কিন্তু procedure টা বেশ সময় সাপেক্ষ, তাই একান্তই কারো extend করতে হলে, একটু আগে থেকেই সেটা করা উচিৎ। অন্য দেশের ভিসার ক্ষেত্রেও same জিনিস applicable, এবং তাই ভিসার terms & conditions গুলো ঠিকঠাক মত জেনে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।

আশা করি উপরের লেখাগুলো একটু হলেও সহবাইকে সাহায্য করবে। আমি নিজের কয়েকটা ভিসার ছবি share করছি explanation এর সাথে, যাতে যে কারও উপরের বিষয়গুলো বুঝা সহজ হয়।


Japan Visa: Here with this Japan Visa I can stay max up to 15 days and I need to enter any day between "Date of Issue": 09 Sep 2019 and "Date of Expiry": 09 Dec 2019.



Australian Visa: Australia is more or less is very similar to that of the US, except the stay period is for 90 days from date of each entry into Australia and the same is clearly mentioned in the third line "Length of Stay"


Peru Visa: Here in this visa the word "Permanence" basically means the max period of stay not per entry, but in total within the validity of this visa, i.e. 183 days.


390 views

Recent Posts

See All

2 Comments


Susmit Paul Aranya
Susmit Paul Aranya
Jul 30, 2020

Thank you bhai, glad you found the article useful. 🙂

Like

Shahriar Kabir
Shahriar Kabir
Jul 29, 2020

Thank you very much boss. Nicely explained.

Like
bottom of page