top of page
Writer's pictureSusmit Paul Aranya

U.S. Visa from Dhaka, Bangladesh: A Comprehensive Guide

This article is about the process of applying for U.S. Visa from Dhaka, Bangladesh. It also discusses the difference in procedures of applying between a First Time Applicant & those who have held U.S. Visa previously (U.S. Visa Renewal).


বাংলাদেশ থেকে বা অন্য যে কোনও দেশ থেকে USA ভিসা প্রসেসিংটা একই রকম। যেহেতু আগের একটা পোস্টে কোন কোন জিনিস USA ভিসা কেও পাবে কিনা বা পাওয়ার chances আছে কিনা নির্ধারণ করে সেটা নিয়ে রেখেছিলাম, আজকে মূলত প্রসেসিংটা নিয়েই লিখছি।


Step 1 (Filling Your U.S. Visa Form): DS160 Form যেটা basically আমেরিকার ভিসা ফর্ম, সেটা ফিল করতে হবে। যেহেতু USA ভিসার জন্য কোন রকম চেকলিস্ট বা documents guideline নেই, এই ফর্মটা ঠিক ভাবে fill up করাটা খুবই গুরুত্বপূর্ণ। DS160 ফর্ম বেশ বড় এবং অনেক detailed একটা ফর্ম। যদিও নিজে নিজেই এইটা fill up করা যায় খুব সহজেই, হয়তো বা যে প্রথম বার করছেন, তাঁর জন্য একটি সময় লাগতে পারে। ফর্ম এর সব তথ্য অবশ্যই সঠিক ভাবে দেওয়াটা গুরুত্বপূর্ণ, ভুল বা misleading তথ্য দিয়ে ভিসা পাওয়ার chances খুবই কম।


Step 2 (Creating Account in U.S. Visa Docs Website): US Travel Docs এর ওয়েবসাইটে গিয়ে একটা account তৈরি করা এবং সেই account এ DS160 এর code টা দিয়ে Payment Receipt টা বের করা। US Visa Docs Website Link: https://ustraveldocs.com/bd/


Step 3 (Payment of U.S. Visa Fee): পেমেন্ট রিসিটতা নিয়ে Eastern Bank Limited (EBL) এ গিয়ে ১৩,৬০০ টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার ২৪ ঘন্টার মধ্যে automatically আপনার US Visa Docs এর account এ update হয়ে যাবে রিসিট নম্বর।


***এই পর্যন্ত সবার জন্যই প্রসেসটা এক, তবে এরপর থেকে যাঁদের আগের US ভিসা আছে বা ছিল, তাঁদের জন্য আর যাঁরা প্রথমবার US ভিসা application করছেন বা আগে US ভিসা নেই, তাঁদের জন্য আলাদা।***


Step 4 (Scheduling U.S. Visa Interview): যাঁদের আগে US ভিসা নেই, তাঁদের US Visa Docs এর account থেকে Interview এর জন্য তারিখ নিতে হবে।


আর যাদের আগের US ভিসা আছে বা ছিলো, তাঁদের ক্ষেত্রে Interview Waiver এর Questioniare টা ফেলল up করতে হবে এবং আপনি সেটা ঠিক ভাবে answer করলে, আপনি Interview Waiver এর জন্য qualified কিনা, সেটা আপনি জানতে পারবেন। যদি interview waiver এর জন্য qualified হয়ে থাকেন, তাহলে Interview Waiver Confirmation Page টা প্রিন্ট করে Drop Box এ Current পাসপোর্ট, আগের যে পাসপোর্টে US ভিসা ছিল সেই পাসপোর্ট , DS160 এবং ২x২ ছবি সহ জমা দিয়ে আসতে হবে।


Step 5 (Appearing for U.S. Visa Interview): যাঁদের ইন্টারভিউ এর জন্য যেতে হবে, তাঁদের ইন্টারভিউ এর তারিখ সময় অনুযায়ী পাসপোর্ট, DS160 Confirmation Page এবং আপনার যে যে documents জরুরি মনে হয় সেগুলা নিয়ে US Embassy Consular Section এ যেতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই যদি ইন্টারভিউ এর পর ভিসা অফিসার ভিসা দিবেন বলে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে "আপনার ভিসা অনুমোদন হয়েছে" লেখা একটা leaflet আপনাকে দিবেন এবং তারপর আপনি ইমেইল এবং SMS পেলে, আপনি সেটা নির্দিষ্ট লোকেশন থেকে ভিসা সহ কালেক্ট করে নিতে পারবেন।


আর যদি ভিসা না দেওয়ার decision নিয়ে থাকেন ইন্টারভিউ এর পর, তাহলে সাথে সাথেই পাসপোর্ট ফেরত দিয়ে দিবেন একটা explanation সহ (explanation টা personalized কিছু না)। তবে কখনো কখনো আরও কিছু details বা কিছু documents নিয়েও আবার যেতে বলতে পারেন ভিসা অফিসার বা VFS এ একটা list অনুযায়ী documents জমা দিতে বলতে পারেন।


আর যাঁরা Drop Box এ interview waiver সহ জমা দিয়েছেন, তাঁরাও ইমেইলে আপনার application এর কোনও update থাকলে সেটা জানতে পারবেন। আমাকে যেমন প্রায় ১৭ দিন পরে, "We need to retake your fingerprints" বলে, একটা appointment দিয়ে ইমেইল দিয়েছিল। আমার সেই দিন Embassy তে গিয়ে আবার fingerprints দিয়ে আসতে হয়েছিল এবং তার দিন পরেই status update পাই যে ভিসা Issued এবং দিন পর, ৫ তারিখে ভিসা সহ পাসপোর্ট হাতে পাই।

কোন factors গুলো US ভিসা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আমার মতে, তা নিয়ে আগের লেখা আছে। চাইলে সেটা দেখে নিতে পারেন। Previous post on U.S. Visa: Things to Note Before You Apply

আশা করি যাঁরা আমেরিকান ভিসা আবেদনের কথা ভাবছেন, অল্প হলেও helpful হবে পোস্টটা।


1,054 views

Recent Posts

See All

Comments


bottom of page