top of page
Writer's pictureSusmit Paul Aranya

Schengen Visa from Bangladesh: A Comprehensive Guide!

Schengen Visa is one of the most sort after visa for all travellers and for good reason. It allows you to enter and travel to 26 countries without any restriction. However, it is definitely NOT an easy visa to get either. One needs a good amount of preparation before he decides to apply for Schengen Visa and the same is true for even those who have held Schengen Visa before or have travelled to those countries before.


Schengen Visa Issued by Netherlands (Swedish Embassy) from Dhaka, Bangladesh
Schengen Visa Issued by Netherlands

I applied for my last Schengen Visa in July 2019 and my visa was processed pretty fast. However, it is always recommended to apply for Schengen Visa well before your travel date, especially now, when as per the new rules, one can apply for visa up to 6 months before the intended date of travel. Please note as per the new Schengen Visa rule, the revised visa fee is now Euro 80 (roughly BDT 8000)



My Experience about Schengen Visa Application from Dhaka:


Embassy I Applied In: আমি apply করেছিলাম Netherlands কে main destination দেখিয়ে, যেহেতু আমার Netherlands দিয়ে ঢোকার plan। বাংলাদেশের রেসিডেন্টদের জন্য, Swedish Embassy সুইডেন ছাড়া আরো ৮টা Schengen countries কে represent করে, যার মধ্যে নেদারল্যান্ডস ও আছে। তাই apply করতে লাগলো Swedish Embassy এর কাছে।

Documents Submitted: কি কি documents লাগে, তা আপনারা specific ভিসা সেন্টারের বা embassy এর ওয়েবসাইটে ঢুকলেই দেখতে পারবেন। (তবুও আমি সবার সুবিদার্থে VFS Sweden এর website থেকে কপি করি দিচ্ছি list টা, পোস্টের শেষে।) In short, সব professional ডকুমেন্টস, যেমন Trade License /NOC , তারপর financial documents, যেমন ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি, ট্যাক্সের কাগজ পত্র এর সাথে যে documents গুলা Schengen ভিসার ক্ষেত্রে specifically important, সেগুলা হচ্ছে valid হোটেল বুকিং, proper itinerary, cover letter ও ট্রাভেল ইন্সুরেন্স।

Important Things to Remember: ট্যাভেল ইন্সুরেন্স আপনার air ticket বুকিং অনুযায়ী, অবশ্যই পুরা duration of stay cover করতেই হবে। হোটেল বুকিং এর ব্যাপারে বেশিরভাগ মানুষই serious থাকে না, কিন্তু ইদানিংস rejection এর সবচেয়ে common কারনের মধ্যে invalid hotel বুকিং একটা। বাংলাদেশে এখন শুরু হয়নি সিস্টেমটা, কিন্তু ইন্ডিয়াতে বেশ কয়েকটা schengen embassy এখন আর online হোটেল বুকিং accept করছে না। তাদের জন্য, মনে indian রেসিডেন্টদের অনেক ক্ষেত্রেই লোকাল authorized ট্রাভেল এজেন্সির থেকে হোটেল booking করাটা mandatory।

এই পদক্ষেপের মুলকারণ হচ্ছে, তথাকথিত Visa Shopping বন্ধ করা। মানে যেকোনো দেশের schengen ভিসা দিয়ে যেহেতু visa holder যে কোনো দেশে যেতে পারে, অনেকেই appointment, processing time, rejection rate, ভিসা দেবার trend, ইত্যাদি follow করে, সুবিধা মতো embassy তে apply করে। এটা বন্ধ করাই হচ্ছে তাদের main টার্গেট।

Additional Tips: আরেকটা document যেটা mandatory documents এর মধ্যে না পরলেও অবশ্যই দেয়া উচিৎ, সেটা হচ্ছে tax assessment এবং আপনার কোম্পানি ব্যাংক স্টেটমেন্ট (Business Personnel দের ক্ষেত্রে)। এই documents গুলা আপনার ব্যাংক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স এই মূল documents এর সাথে দিলে, ভিসা অফিসার সহজেই যাচাই করতে পারে, আপনার ব্যবসার স্ট্যাটাস, যেটা ভিসার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। অনেকেই ভিসা পাচ্ছে, এই documents গুলা না দিয়েও, কিন্তু কারো যদি থাকে, তাহলে তার অবশ্যই দেয়া উচিত।

Must Do for Schengen Visa Application: বিশ্বাসযোগ্য একটা itinerary ও Schengen ভিসার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। যেহেতু, আমেরিকা, Canada, Australia এর মত schengen ভিসা বেশির ভাগ সময়ই বড় সময়ের জন্য দেয় না, আপনি কয় দিন থাকবেন, কোথায় কোথায় যাবেন, কিভাবে যাবেন, এইসব details itinerary যে মেনশন করে দেয়াটা better, specially for first time schengen visa applicant.


Things To Remember: Finally, আরেকটা জিনিষ মাথায় রাখা জরুরি, সেটা হচ্ছে কারো US, Canada ভিসা বা আগের Schengen ভিসা থাকলেই যে তাকে চোখ বন্ধ করে ভিসা অফিসার আবার ভিসা দিবে, এই idea টা পুরাই ভুল। তাই, প্রত্যেকবারই ভালো preparation নিয়েই ভিসা apply করা উচিত।


Visa Specifications/ Details: আমার ভিসার validity 1 মাস হলেও, max stay period হচ্ছে ১৭ দিন। আমার itinerary ছিল ৮ থেকে ২৪ শে অগাস্টের, আর সেটা দেখেই ভিসা দিয়েছে ১৭ দিনের। আমার আগের ৪ টা Schengen ভিসা ছিল, কিন্তু সেগুলা ২০১১ থেকে ২০১৩ তে। Schengen ভিসা application এ, শুধু মাত্র গত ৩ বছরের মধ্যে কোনো schengen ভিসা থাকলে, ওই ভিসার details টা দেয়ার সুযোগ থাকে।


কোথায় apply করবেন, কোন দেশের জন্য, এইটা নিয়ে পোস্ট আছে আমার। আমি ঐ পোস্টটা লিংকে দিয়ে দিচ্ছি। Link: https://www.guywiththegreenpassport.net/post/schengen-visa-where-to-submit-your-application-in-bangladesh


Find the list of documents for Schengen Tourist Visa Application from Embassy of Sweden in Dhaka, here:


1,885 views

Recent Posts

See All

2 Comments


Susmit Paul Aranya
Susmit Paul Aranya
Jun 20, 2020

As of now, it is allowed bhai. But you should ensure that those bookings remain valid, as most hotels cannot verify Bangladeshi cards and often those bookings get cancelled.

Like

Mehedi the Young
Mehedi the Young
Jun 20, 2020

oshadharon Vai, tar mane ki bolchen je onilne booking.com theke book korle seta allowed na!!

Like
bottom of page