For better understanding, kindly read the whole article. Reading it partially may mislead you some way or the other. What you MUST know is, Lao PDR (Laos) has no embassy here in Dhaka, hence processing Laos Visa from Lao Embassies abroad is the only option for Bangladesh nationals.
What I Knew About Laos Visa:
আমি ২ বার লাওসের ভিসা করেছি, আর দুবারই সেটা ছিল কম্বোডিয়ার রাজধানী Phnom Penh থেকে। ২০১৮ বা ২০১৯ এর প্রথম দিক পর্যন্ত লাওসের ভিসা বাংলাদেশিদের জন্য ছিল বেশ কঠিন, আর কঠিনের থেকেও বড় কথা, জানা মতে শুধু Lao Embassy in Phnom Penh ই কোনও রকম ministerial approval বা invitation ছাড়া আমাদের জন্য ভিসা প্রসেস করতো।
Details about first Laos Visa: https://www.guywiththegreenpassport.net/post/lao-visa-application
My Visa Application Experience (Appling for Laos Visa from Phnom Penh, Cambodia):
আমি দ্বিতীয়বার লাওসের ভিসা করি Phnom Penh থেকে, আর নরমাল ভাবেই ৩ দিনের দিন ভিসা পেয়ে যাই। কোনও রকম প্রশ্ন আমাকে করেনি।
Documents Required:
1. Photo
2. Passport
3. Flight Reservation
4. Hotel Booking Copy
Visa Fee: USD 45
Processing Time: 3 Days (When I applied but updated later, check below)
তবে আমার পরে আরও দুইজন, যাঁরা আমার পরিচিত, তাঁরা কম্বোডিয়া থেকে লাওসের ভিসা করিয়েছিলেন। তাঁদের মধ্যে একজন একটা এজেন্সির মাধ্যমে USD75 দিয়ে করিয়েছিলেন, একই documents লেগেছিল আর দ্বিতীয়জনও, একই documents দিয়ে embassy থেকে নিজে গিয়ে করিয়েছিলেন, তবে তাঁর সময় লেগেছিল ৭ দিন। (Thanks to Pradip Kumar Dutta & Sajedur Rahman)
As far as I knew, ততদিন পর্যন্ত অন্য কোন দেশে অবস্থিত লাওসের এমবাসি আমাদের ভিসা প্রসেস করছিল না। এই অবস্থার সাথে যোগ হয়, এন্ট্রি নেওয়ার সময় এর একটা ভেজাল। সেটা নিয়ে বিস্তারিত নীচে লিখা দেখে বুঝতে পারবেন।
My Personal Experience While Entering Laos:
আমি দ্বিতীয়বার লাওসে যাই ২০১৮ সালের অক্টোবরের ২৬ তারিখ। Air Asia তে ব্যাংকক থেকে লাওসের রাজধানী Vientiane এসে পৌঁছাই। ইমিগ্রেশনে যাওয়ার পর, পাসপোর্ট দেখে সেই অফিসার হাত নেড়ে আরেকজন অফিসারকে ডাক দিলেন, আর আমাকে সেই অফিসারের সাথে যেতে বললেন।
আমাদের সাথে এই রকম হতে পারে, সেই ব্যাপারে আমার idea ভালোই ছিল, তাই ভয় না পেয়ে শান্ত ভাবেই confidently গেলাম সেই অফিসারের সাথে। আমাকে বসতে দিয়ে, খুবই friendly ভাবে একের পর এক প্রশ্ন করতে লাগলো, আর আমিও সেগুলার উত্তর দিলাম। শেষে জিজ্ঞেস করলো আমি কি ৫০০ ডলার জামানত দিতে রাজি আছি কিনা, কারন সেটা না দিলে আমাকে ফেরৎ যেতে হবে। আমি কোনও কথা না বাড়িয়ে দিয়ে দিলাম। কিন্তু আমি বেশ shocked ছিলাম, এই রকম experience আমার কখনো হয় নি। এই পুরা epidode নিয়ে আরেকটা লেখা আছে। সেটা চাইলে পড়তে পারেন। তবে পরে যেটা জানলাম, এইটা এখন থেকে আমাদের, মানে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম। আমার পরে আরও কয়েকজন এই জামানত দিয়েই লাওসে ঘুরে এসেছেন. আবার ফেরার সময় সেই জামানত ফেরতও পেয়েছেন।
Read about my personal experience here: https://www.guywiththegreenpassport.net/post/my-last-entry-into-laos-had-to-pay-500-as-repatriation-fee
Recent Update About Visa & Entry:
তবে গত বছরের মে-জুন মাসের থেকে কানে আসতে থাকে যে Laos Embassy in Bangkok এবং Kuala Lumpur, বাংলাদেশিদের ভিসা দিচ্ছে আর তারপরে নিজেদের পরিচিত বেশ কয়েকজন ভাইও ভিসা নিয়েছেন ব্যাংকক বা কুয়ালা লামপুর থেকে। সোজা কথায় ভিসা easy হয়ে গিয়েছিল তখন, কিন্তু এন্ট্রির সময় সেই ৫০০ ডলার জামানত তখনও দিতে লাগতো। তারপর একেবারে বছরের (২০১৯ সাল) শেষের দিকে শুনতে পাই, একজন আপু যিনি কিনা ব্যাংকক থেকে ভিসা নিয়েছিলেন, কোনো জামানত ছাড়াই ঢুকতে পেরেছেন লাওসে, আর তারপর একেবারেই পরিচিতদের মধ্যে থেকে কয়েকজনও ঘুরে আসেন লাওস থেকে। তাঁদের কারোরই সেই ৫০০ ডলার জামানত দিতে লাগেনি।
যেহেতু বাংলাদেশ থেকে লাওসের ডিরেক্ট কোনও ফ্লাইট নেই, তাই বেশিরভাগ বাংলাদেশি ভাই-বোনদের ব্যাংকক হয়েই যাওয়া লাগে, আর নীচে ব্যাংকক থেকে লাওসের ভিসা process টা দিয়ে দিচ্ছি, যেটা Shahriar Rafsan নামের এক ছোটভাই শেষ update এ জানিয়েছিল।
Laos Visa Guide from Bangkok: (thanks to Shahriar Rafsan)
Embassy Address:
Embassy of the Lao People's Democratic Republic
520, 502/1-3 Saha Kan Pramun Alley, Wang Thonglang, Bangkok 10310, Thailand
Timing for Visa Section: 8:00-11:30 and 13:30-16:00
Processing days: 7days (যেদিন জমা দিবেন ঐ দিন বাদ দিয়ে ০৭ দিন)
Documents required: 1.Photo 2.Flight Return Ticket 3.Hotel Booking 4.Passport Photocopy 5.Bank Card Copy & Bank Statement
Visa Fee: 1800 Baht (USD 60 Approx)
Latest Update About Entering Laos: (thanks to Ashiquzzaman Sam)
যদিও আমি প্রথমবার থাইল্যান্ড থেকে ল্যান্ড বর্ডার দিয়ে লাওসে গিয়েছিলাম, তারপর পরিচিত কেও আর যায় নি অনেক দিন। আর তারপর ২০১৮ সালে যখন সেই জামানতের কথা আসে, তখনতো ল্যান্ড বর্ডার ব্যবহার করার প্রশ্নই ছিল না, কারণ এইখানে জামানতের নিরাপত্তার ব্যাপারটাও মাথাতে রাখতে লাগতো। তবে কয়েকমাস আগে যখন জামানতের ভেজালটা বন্ধ হয়েছে বলে শোনা যাচ্ছিল, এক ভাই (Ashiquzzaman Sam) আবারো ব্যাংকক থেকে ভিসা নিয়ে, ল্যান্ড বর্ডার দিয়ে লাওসে গিয়েছে আর সে কোন সমস্যার সম্মুখীন হয় নি।
Current Status About Visa Application & Entry Into Laos:
You can obtain visas from most Lao PDR Embassy around the world, however, the processing for Bangladesh nationals will require some time compared to other nationals. You may be required to show confirmed air ticket depending on which embassy you are applying at. Also you can also enter Laos without any trouble such as depositing USD 500 as repatriation fee.
তাই এখন বলা যায়, যে কেউ চাইলে যে কোন লাওসের এমবাসি থেকেই ভিসা নিতে পারেন, তবে কিছু এমবাসি বা ভিসা অফিসার air ticket দেখতে চাইতে পারে। আর আপাততঃ উপরে লিখা ৫০০ ডলার জামানতের ব্যাপারটা বন্ধ আছে। আর কেও চাইলে Air এর পাশাপাশি ল্যান্ড বর্ডার দিয়েও যেতে পারেন লাওসে।
Interestingly, বাংলাদেশিদের জন্য লাওসের ভিসা বা এইসব update এর ব্যাপারে অফিসিয়াল কোনও source নেই বললেই চলে। উপরের প্রত্যেকটি update ই কারও না কারও ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নেওয়া।
Important Things To Note:
আপনি উপরের information গুলোকে guideline হিসাবে দেখতে পারেন, কিন্তু কোনও ভাবেই সেটা অফিসিয়াল তথ্য হিসাবে গন্য না করার অনুরোধ থাকলো। আমি শেষ পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, সেগুলাই এইখানে লিখেছি, তবে পুরাতন সব অভিজ্ঞতা থেকে এতটুকু বলতে পারবো, যে লাওস যে কোনও সময় যে কোনো কিছু পরিবর্তন করতে পারে আমাদের জন্য। ধরেন আমি লিখেছি, শেষ পর্যন্ত by land যাওয়ার পারমিশন আমাদের আছে, কিন্তু আপনি যেতে গিয়ে দেখলেন যেতে দিলো না। সেটা অবশ্যই হতে পারে, যেহেতু লাওসের ইম্মিগ্রেশন উপরের সব কিছুই অফিসিয়াল কোনো notifications ছাড়াই change করেছে, আর সেটা ভবিষ্যতেও করবে বলেই আমার ধারণা।
Thanks to Pradip Kumar Dutta, Sajedur Rahman, Shahriar Rafsan, Ashiquzzaman Sam & Arman H'Sn whose personal experiences I have referred to while writing this article.
Comments