top of page
Writer's pictureSusmit Paul Aranya

Few Hours in Colombo, Sri Lanka!

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে কিভাবে দিনের জন্য প্রায় বিনা খরচে ঘুরতে পারেন, সেটা নিয়ে একটা পোস্ট আগেই লিখেছি।


এই পোস্টে আমার আরেকটা ১২/১৩ ঘন্টা ট্রানজিট কলম্বো ঘুরা নিয়ে লিখছি। ২০১৮ সালের আগস্ট মাসে দেশে ঘুরার একটা বড় প্ল্যান নিয়ে বের হই। এই ৩ সপ্তাহের ট্রিপের প্রথম ফ্লাইটই ছিল Sri Lankan Airlines এর Business Class এ।

Sri Lankan Airlines Business Class Boarding Passes

আমার ফ্লাইট ছিল ঢাকা থেকে ব্যাংককের, কিন্তু Sri Lankan Airlines এর টিকেট ছিল বলে, ট্রানজিট ছিল কলম্বোতে। আমি ইচ্ছা করেই এই ফ্লাইটটা বেছে নিয়েছিলাম। অল্প কাজও ছিল কলম্বোতে। আর ইকোনমি ক্লাসের টিকিটের দামে দুই দুইটা Business Class এর ফ্লাইটে উঠার সুযোগ পেলাম। এক ঢিলে দুই পাখি মারা হলো আর কি।

ঢাকা থেকে রওনা দিয়ে, বিকালের দুপুরের দিকে কলম্বোতে পৌঁছাই। সরাসরি ইম্মিগ্রেশন শেষ করে, এয়ারপোর্ট থেকে কলম্বো যাওয়ার AC বাসে উঠে পড়লাম। ভাড়া ১৫০ শ্রীলংকান রুপি। বাস এখন মাত্র এক ঘণ্টাতে কলম্বোতে পৌঁছে যায়ে, নতুন Highway হওয়ার কারনে। বাস নামিয়ে দিল কলম্বো ফোর্ট বাস স্ট্যান্ডে। সেখানে আমার শ্রীলঙ্কান পার্টনার গাড়ি দিয়ে আমাকে উঠিয়ে নিয়ে গেল তাঁর অফিসে। কয়েকটা ছোট ছোট কাজ শেষ করে, ফ্রি হলাম ঘন্টা খানেকের মধ্যেই। তখনও সন্ধ্যা হয়নি। আমার ব্যাংককের ফ্লাইট ভোর রাতে মানে ভোঁর ৪ টার আশে পাশে। তাই হাতে যথেষ্ট সময় ছিল।

Sunset at Galle Face
Sunset at Galle Face

শ্রীলঙ্কান সেই ভাই নিয়ে গেল আমার কলম্বোর সবচেয়ে পছন্দের জায়গা Galle Face এ। Galle Face এ শেষ বিকালটা কাটানো আমার খুব পছন্দের। আগেও যতবারই শ্রীলঙ্কা যাওয়া হয়েছে, প্রতিবারই চেষ্টা করেছি অন্তত একটা সন্ধ্যা Galle Face এ কাটাতে। অন্যান্য নীরব নিস্তব্ধ beach এ সূর্যাস্ত দেখা যেমন আমার প্রিয়, আবার অনেক ভিড়, সারা শব্দের মধ্যেও সুন্দর একটা সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখাও আমার সমান ভাবে ভালো লাগে।


সন্ধ্যাটা সেখানে কাটিয়ে, হাটতে হাটতে চলে গেলাম শহরে। একটু ঘুরাঘুরি করে, দুইটা লোকাল রেস্টুরেন্ট খেয়ে, একটা ট্যাক্সি নিয়ে এয়ারপোর্টে পৌঁছাতে পৌঁছাতে বেজে যায় প্রায় ১০ টা। ইম্মিগ্রেশন শেষ করে, সোজা চলে যায় Sri Lankan Airlines এর Serendib Lounge এ।

Sri Lankan Airlines এর এই flagship লাউঞ্জটা তেমন বড় না, তবে খাওয়া দাওয়া, drinks selection, ফ্রি ২০ মিনিটের massage বা body/face treatment, সুন্দর ভিউ, সবকিছু মিলিয়ে আমার বেশ ভালো লাগে এই লাউঞ্জে। রাতের খাওয়া খেয়ে, massage নিয়ে, একটু কাজ করতে করতেই বেজে যায় রাত টা। ঘুমানোর প্ল্যান থাকলেও, সাহস হলো না, যেহেতু ভোরে ফ্লাইট। তাই জেগেই ছিলাম। কিছুক্ষনের মধ্যেই announcement আসলো ব্যাংককের passenger দের gate এ যাওয়ার জন্য।

এভাবেই শেষ করি ছোট শ্রীলঙ্কা সফর। আগের পোস্টের লিংকটা দিয়ে দিচ্ছি। চাইলে দেখে নিতে পারেন। Link to previous post about Sri Lankan Free Transit Visa & transit facility with Sri Lankan Airlines: https://www.guywiththegreenpassport.net/post/visit-sri-lanka-for-24-hours-almost-free


20 views

Recent Posts

See All

Comments


bottom of page